ম্যাচ না পাওয়ায় দোকানিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা ।গতকাল ৩ই মে রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুর সংলগ্ন টিটিসির সামনে এ ঘটনা ঘতে ।
এরপর দোকানিকে রাজবাড়ী সদর হাস্পাতালে ভর্তি করা হয়। আহত অবস্থায় দোকানী ইন্দ্র নারায়ন পুর গ্রামের মৃতঃ তাহের আলী মিয়ার ছেলে আলী হোসেন জানান, সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আমার দোকান বন্ধ করেদিয়েছি।
করোনা পরিস্থিতিতে দোকান বন্ধ রাখার নির্দেশ করা হয়েছে। এ জন্য আমি ঘরেই ছিলাম। এ সময় স্থানীয় শামসু,আবু ও নবা তিন জন মিলে এসে আমাকে ডেকে ম্যাচ দিতে বলে আমি দোকান খুলতে অস্বীকার করায় তারা দেশীয় অস্ত্র দিয়ে আমার মাথায় আঘাত করে ও আমার দোকান ভাংচুর করে।