চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের মৎস্য রাঙ্গা এছালে ছওয়াব কমিটির উদ্যোগে মৎস্য রাঙ্গা পীর মরহুম আঃ মজিদ সাহেবের রওজামুবারক প্রাঙ্গনে ৮৭ তম এছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়।
জানা যায় সোমবার বাদ আছর থেকে ভোর তিনটা পর্যন্ত মাহফিল টি চলে।ডাক্তার হাফিজুর রহমান এর সভাপতিত্বে উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ, ভারতের হযরত মাওলানা মোঃ আয়ুব আনসারী রহমতুল্লাহ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন মাগুরা জেলার হযরত মাওলানা এফ এম জাহাঙ্গীর আলম, দ্বিতীয় বক্তা হিসাবে বক্তব্য রাখেন খুলনার হযরত মাওলানা হাফিজুর রহমান সহ অন্যান্য ওলামা বৃন্দ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ, মাগুরা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, পাশাপোল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মতলেপ আলী, দশপাখিয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ প্রমুখ।