ময়মনসিংহ নগরীর শিববাড়ি ওভার ব্রিজ এলাকা থেকে ৪০ কেজি ওজনের কষ্টি পাথর ও ৬ টি মোবাইলসহ ৭ জন কে আটক করেছে র্যাব ।
মঙ্গলবার ১২ জানুয়ারি রাত ২ টার দিকে নগরীর শিববাড়ি এলাকা থেকে কষ্টি পাথর সহ ৭ জন কে আটক করে র্যাব- ১৪।
আটক কৃতরা হলেন রঘুরামপুর গ্রামের মোহাম্মদ রুকতন( ৪০), ইশ্বরগঞ্জ থানার মধুপুর বাজারের প্রদীপ মজুমদার (৬৬) চর ঝাউগরার শেখ সামসুল আলম (৪৬),চর খরিচার, মোঃ শহীদুল্লাহ ও (৫৯), ৪১ নং নাটকঘর লেন এলাকার নিমন রানা(৩০), শম্ভূগঞ্জ সব্জি পাড়ার, মোহাম্মদ আলাউদ্দিন( ৭০) নাজিরুল ইসলাম মিন্টু( ৪৯), বুধরার দুপুরে ময়মনসিংহ র্যাব ১৪ কার্যালয়ে প্রেস ব্রিফিং এর মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়