গত ২৪ ঘন্টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে ৮৪ টি নমুনা পরিক্ষা করে ১২ জনের শরীরে করোনা নমুনা পেয়েছে।এ নিয়ে যবিপ্রবিতে গত দুই দিনে মোট ২৫ জন করোনা রোগী শনাক্ত হলো।
নতুন করে ১২ জন করোনা রোগীর মধ্যে যশোর ২ জন ও চুয়াডাঙ্গার ৬ জন, কুষ্টিয়ার ২ জন, মাগুরার ১ জন, মেহেরপুরের ১ জন রয়েছে।এ পর্যন্ত যশোরে ৭ জন করোনা রোগী শনাক্ত হলো।
যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের সহকারী পরিচালক প্রফেসর ড. ইকবাল কবির জাহিদ বলেন, বুধবার যশোরসহ ৭টি জেলা থেকে মোট ২৩৪ টি নমুনা সরবরাহ করা হয়। এরমধ্যে মোট ৮৪ টি নমুনা পরীক্ষা করে মোট ১২ জনের শরীরে করোনা সংক্রমণের আলামত পাওয়া গেছে।
বাকি ১৫০ টি নমুনা আজ বৃহস্পতিবার পরীক্ষা করা হবে বলে জানান প্রফেসর ইকবাল কবির জাহিদ।