বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। প্রাণঘাতী এ ভাইরাসের কারণে আতঙ্কে দিন কাটছে দেশের মানুষ। এমন পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়েও মাঠে রয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জহিরুল ইসলাম।
চাল, ডাল, আটা, ময়দা, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে প্রতিদিনই চলছে অভিযান। এতে নিরলস কাজ করে যাচ্ছেন তরুণ জহিরুল ইসলাম । অদম্যের মতো ছুটছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫ টি উপজেলায়।
তিনি বলেন, ঝুঁকি নিয়েও আমরা (অধিদফতরের কর্মীরা) বন্ধের মধ্যে কাজ করছি। কারণ আমরা যদি মাঠে না থাকি তাহলে করোনা আতঙ্কের সময়ে এক শ্রেণির মুনাফালোভী অসৎ ব্যবসায়ী সুযোগ নেবে। অনৈতিকভাবে পণ্যের দাম বাড়ি দেবে। এ সুযোগ যেন সহজে না পায় এজন্যই স্বাস্থ্য ঝুঁকির মধ্যেও অভিযান চলছে। ব্যবসায়ী ও ভোক্তাদের সতর্ক করা হচ্ছে। পাশাপাশি আইন অমান্যকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেয়া হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা।