ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের রংপুর স্টেশনের উপ-পরিচালক কেএম সাইফুল ইসলাম বলেন, ‘৮টা থেকে ১০টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির বিষয়ে বলা যাচ্ছে না।’
অগ্নিকাণ্ডের ঘটনায় জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে ব্যবসায়িক এলাকা হওয়ায় এবং আগুন নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় বেশি সময় লেগেছে বলেও জানান তিনি।