করোনা ভাইরাস আতঙ্কে ঘরে অবস্থানরত অসহায় নিম্নআয়ের পরিবারের মাঝে রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহগির আল মাহি সাদ এরশাদের পক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মুহম্মদ আবদুল আলীম মাহমুদ নিম্নআয়ের মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
সাদ এরশাদের ব্যক্তিগত তহবিল থেকে ১২শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের লক্ষ্যে বৃহস্পতিবার প্রথম দফায় ২শ পরিবারের মাঝে ৭ দিনের জন্য প্রযয়োজনীয় চাল, ডাল, আলু ও পেঁয়াজ বিতরণ করা হয় । উলেখ্য, এর আগে গত ২৩, ২৪ ও ২৫ মার্চ নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এমন অসহায় দিনমজুর ও শ্রমজীবী একহাজার পরিবারের মাঝে ১০ দিনের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন সাদ এরশাদ।