পহেলা ফাগুন ও বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীসহ সারাদেশে জমজমাট ফুলের ব্যবসা। শাহবাগ, ফার্মগেট ও আগারগাঁওয়ের পাইকারি ফুলের বাজারে ভিড় লেগেছে ফুল প্রেমীদের।
গাঁদা, গোলাপ, জারবেরা, গ্লাডিওলাসসহ দেশি-বিদেশি রঙ-বেরঙের ফুলে ছেয়ে গেছে বাজার। বসন্ত বরণ ও ভালোবাসা দিবসে ফুলের আবেদন চিরায়ত।
এবার দুটি বিশেষ দিন একইসঙ্গে উদযাপিত হওয়ায় ফুল বিক্রি বেড়েছে কয়েকগুণ। দামও তাই বাড়তি।
গোলাপ বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৫০ টাকায়। ব্যবসায়ীদের প্রত্যাশা এবার কয়েকশো কোটি টাকার ফুল বেচাকেনা হবে।