মৌলভীবাজার সদর উপজেলার রাজনগর উপজেলার টেংরাবাজারে ডিবি কর্মকর্তা পরিচয়দানকারী ১ জনকে স্হানীয় জনতা আটক করেছে।
মঙ্গলবার ১০ই মার্চ বিকেলে রাজনগর উপজেলার টেংরাবাজার থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্হানীয় সূত্রে জানা যায়, টেংরাবাজার আরিসা ভেরাইটিজ ষ্টোরে ঐ প্রতারক নিজেকে ডিবির লোক পরিচয় দিয়ে দোকান মালিককে অবৈধভাবে জেরা করলে দোকানদারের সন্দেহ হলে উপস্থিত লোকজন তাকে ধরে মারধর করে।স্হানীয়রা তাৎক্ষণিক পুলিশকে খবর দেয় পরে পুলিশ এসে প্রতারককে আটক করে চিকিৎসা দেওয়ার পর থানায় নিয়ে আসে।
রাজনগর থানার উপ-পরিদর্শক মো : মোকছেদুল পিপিএম জানান ভূয়া ডিবি পরিচয়দানকারী ব্যাক্তির কাছ থেকে একটি নকল সিআইডি কার্ড উদ্ধার করা হয়েছে। তার নাম মো : ইউনুস মিয়া (৩৫), বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার বরবাম গ্রামে।
এ ঘটনায় রাজনগর থানার এসআই আবু মোকসেদ পিপিএম বাদী হয়ে রাজনগর থানায় মামলা দায়ের করেন।
এব্যাপারে রাজনগর থানার ওসি আবুল হাসিম বলেন,আটক ব্যক্তি সিআইডি পরিচয়ে প্রতারনা করার চেষ্টা করে। এবসময় তাহাকে সন্দেহ হলে স্হানীয় লোকজন তাহাকে আটক করে পুলিশ কে খবর দেয় পরে পুলিশ এসে তাহাকে আটক করে থানায় নিয়ে আসে।তাহার বিরুদ্ধেে মামলা দায়ের করা হয়েছে।