বিশ্বব্যাপী করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবে লকডাউন চলছে সারা দেশে। রাজবাড়ীতেও চলছে এ লকডাউন। এর প্রভাবে কর্ম বিমুখ হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষ। সেবার হাত বাড়িয়ে এ সাধারন মানুষের পাশে দাড়িয়েছে উত্তরণ ও সামসুন্নাহার (মিরা) ফাউন্ডেশন।
২রা এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে রাজবাড়ী কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে খাদ্য সামগ্রী ও স্যানিটাইজার বিতরনের উদ্ভোধন করেন রাজবাড়ী জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার)।
এ সময় রাজবাড়ী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম (সফি) ,মীর মনজুর হোসাইন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, বাংলাদেশ পুলিশের ডি আই জি মোঃ হাবিবুর রহমানের উদ্যোগে গড়ে ওঠা এই উত্তরণ ফাউন্ডেশন বাংলাদেশে সাধারন মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে।
বিশেষ করে বেদে পল্লী, হিজড়া সমপ্রদায়ের ভাগ্যের উন্নয়নে কাজ করে যাওয়া এ ফাউন্ডেশনের সমৃদ্ধি কামনা করছি।
পাশাপাশি আজকে সাধারণ মানুষের মধ্যে যে খাদ্য সামগ্রী বিতরন করা হচ্ছে দেশের এই ভয়াবহ পরিস্থিতিতে প্রশংসার দাবি রাখে এই ফাউন্ডেশ।”
করোনার ভয়াবহতা রোধে সামাজিক বিচ্ছিন্ন ও ঘড়ে বসে থাকা সাধারণ মানুষের মাঝে পাচ কেজি চাল , ২কেজি আলু , ১/২ কেজি লবন , ১ লিটার তেল ও হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ বিতরন করা হয়।