রাজবাড়ী শহরের ৩ নং বেরাডাঙ্গা থেকে করোনা আক্রান্ত আরো এক ব্যাক্তিকে উদ্ধার করে ৫ই মে (মঙ্গলবার)সকালে সদর হাস্পাতালের আইসোলেশন সেন্টারে পাঠিয়েছে রাজবাড়ী স্বাস্থ্য বিভাগ ও পুলিশ সদস্যারা। আক্রান্ত ইমরান আলী (৩০) রাজবাড়ী শহরের ৩ বেড়াডাঙ্গার রমজান আলীর ছেলে।
এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা মোট ১৪ জনে দাড়ালো। তথ্যটি নিশ্চিত করে রাজবাড়ী সিভিল সার্জন ডাঃ নুরুল ইসলাম।
রাজবাড়ী করোনা ইউনিট সূত্রে জানাগেছে, আক্রান্ত ব্যাক্তি ঢাকায় পপুলার ল্যাবরেটরিতে শান্তি নগর ব্র্যাঞ্চ এ কাজ করতো। গত ২৫ শে এপ্রিল ঢাকা থেকে বাড়ী আসার পর শারীরিকভাবে অসুস্থ্যতা বোধ করলে রাজবাড়ী সদর হাস্পাতালের করোনা ইউনিটে পরীক্ষার জন্য নমুনা প্রদান করলে পরে রেজাল্ট পজেটিভ আসে। আক্রান্ত ব্যাক্তিকে আইসোলেশনে নেওয়ার পর ঐ ব্যাক্তির বাড়ী লকডাউন করে দেওয়া হয়েছে।
রাজবাড়ীতে এ পর্যন্ত ১৪ জন করোনা আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ৮ জন সুস্থ্য হয়ে বাড়ী চলে গেছে আর ৬ জন আইসোলেশনে রয়েছে।