কবির হোসেন,রাজবাড়ীঃ রাজবাড়ীতে করোনা সন্দেহে গত ২৪ ঘন্টায় ১৩ জনের (কোভিড-১৯) পরিক্ষার নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ রাজবাড়ী। এর আগে ৬৪ জনের নমুনা ঢাকায় পাঠানো হয় ।
এ নিয়ে মোট ৭৭ জনের করোনা সন্দেহে নমুনা সংরহ করে ঢাকায় পাঠানো হয়েছে। ১৪ ই এপ্রিল দুপুরে রাজবাড়ী সিভিল সার্জন ডাঃ নুরুল ইসলাম এ তথ্য জানান। তিনি আরো বলেন, রাজবাড়ীতে করোনা শনাক্ত হওয়া ৫ জন আইসোলেশনে রয়েছে। আজকে পর্যন্ত ২৩ জনের রিপোর্ট করোনা নেগেটিভ পাওয়া গেছে।
উল্লেখ্য, গত শনিবার (১১ এপ্রিল রাজবাড়ীতে ৫ জনের করোনা শনাক্ত হওয়ায় ১০ দিনের জন্য রাজবাড়ী জেলা লকডাউন করেছে জেলা প্রশাসন।