রাজবাড়ীতে নতুন করো আরো ৫জন করোনা আক্রান্ত হয়েছে। শুক্রবার ( ২৯শে মে ) বিকেলে রাজবাড়ীর সিভিল সার্জন মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আরো ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত বলে আইসিডিডিআরবি থেকে তথ্য এসেছে। ১০৩ জনের নেয়া স্যাম্পল থেকে ৫জন পজিটিভ। এর মধ্যে রাজবাড়ী সদরের দাদশীর ভবদিয়ার ৩জন হলোঃ মান্নান (৩৭),হাবিবুর (৬),আব্যজর (৫৩) এবং বালিয়াকান্দির ইসলামপুরের ৯ বছর বয়সী সামিয়া আক্তার, গোয়ালন্দের উজানচরের এস এস সি পরীক্ষা দেওয়া ছাত্র জহুরুল ইসলাম (জনি) ।
এ নিয়ে জেলায় মোট এ পর্যন্ত আক্রান্ত ৫৮ জন। সুস্থ হয়েছেন ১৬ জন। এখনও ভর্তি আছেন ২৩ জন। অন্যরা হোম আইসোলেসনে আমাদের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। নতুন আক্রান্তদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেও তিনি জানান।