রাজবাড়ীতে এ মাসের ১৯ তারিখ পর্যন্ত বিদেশ থেকে রাজবাড়ীতে আসছে ১৮১৯ জন। গতকাল পর্যন্ত ছিলো ১৭৮৭ পরদিন ৩২ জন বেড়ে এর মোট সংখ্যা দাড়িয়েছে ১৮১৯ জনে।
রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল করীম (ঢাকা হেডকোয়ার্টার) এ তথ্য জানিয়েছেন। এদের মধ্যে ২০শে মার্চ ( শুক্রবার ) বিকাল পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে ছিলো ১১১ জনে কিন্তু এদের মধ্যে ৬ জন সুস্থ্য হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম।
সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম জানান, রাজবাড়ীর ৫টি উপজেলায় বিভিন্ন দেশ থেকে আগত ১১১ জন প্রবাসীকে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে।
তবে এখনও পর্যন্ত রাজবাড়ীর সবাই সুস্থ্য ও ভালো আছেন। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ প্রদান করেন তিনি। সেই সাথে জন সমাগম, সভা ও সমাবেশ এড়িয়ে চলার অনুরোধ করেন তিনি।