রাজবাড়ী গোয়েন্দা সংস্থা ডিবি’র অভিযানে রাজবাড়ী কুষ্টিয়া মহা সড়কের পাংশা উপজেলার শেষ প্রান্ত শিয়াল ডাঙ্গী থেকে ১৬ কেজি গাজা সহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রাজবাড়ী ডিবি’র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে। আটককৃতরা হলোঃ বগুড়া ধুনট থানার মিন্টু খন্দকার এর ছেলে রাসেল খন্দকার ( ২৩) ও একই এলাকার আব্দুল হালিমের ছেলে মোঃ হান্নান (২০) ।
ডিবি সুত্রে জানাগেছে, রাজবাড়ী ডিবির ওসি ওমর শরীফের নেতৃত্বে সঙ্গীয় ফোরস সহ বৃহস্পতিবার (৫ ই মার্চ ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শিয়াল ডাঙ্গী থেকে দৌলতদিয়া গামী একটি লোকাল বাস তল্লাসী করে দুইটি প্লাস্টিক এর বস্তা থেকে ১৬ কেজি গাজা সহ তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।