বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিটিসির) দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে দায়িত্বপালনরত আরো ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে আরো দুই জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর সিভিল সার্জন মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৪ ঘন্টায় ২০ জনের নমুনা সংগ্রহ করে রাজবাড়ীতে এ পর্যন্ত করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করা হয়েছে মোট ৬৬৮ জনের এর মধ্যে নতুন আক্রান্ত হয়েছে ৩ জন । এ নিয়ে রাজবাড়ীতে করোনা আক্রান্ত ব্যাক্তির সংখ্যা ১৩ জন ।
আক্রান্ত ব্যক্তিরা বিআইডব্লিউটিসির গোয়ালন্দ ঘাটে কর্মরত আছেন। বর্তমানে তারা কর্মস্থলে রয়েছেন। আজকেই তাদের কে করোনা ইউনিটের আইসোলেশন সেন্টারে আনার প্রক্রিয়া চলছে বলে জানান সিভিল সার্জন ।