রাজবাড়ী জেলা কারাগারে নান্নু চৌধুরী ( ৬০)নামে এক হাজতি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন।
নান্নু চৌধুরী রাজবাড়ী সদর উপজেলার জালদিয়া এলাকার মৃত্য শামছুদ্দিন চৌধুরীর ছেলে।
রাজবাড়ী জেলা কারাগারের জেলার মামুনুর রশিদ জানান, নান্নু চৌধুরী একটি মাদক মামলায় গত ১০ মাচ থেকে রাজবাড়ীর কারাগারে ছিলেন।
তার হার্ট জনিত সমস্যা ছিলো। বৃহস্পতিবার ভোর রাতে তিনি অসুস্থ্য হয়ে পরলেতাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।