করোনা ভাইরাস সারাদেশে মহামারী প্রকোপ ধারন করায় ও রাজবাড়ীতে ৫ জন করোনা শনাক্ত হওয়ায় রাজবাড়ী জেলা কে গত ১১ এপ্রিল ১০ দিনের জন্য সিএসআর/শা-১/২০২০/২৬২৫ নং স্বারকে লকডাউন ঘোষনা করে জেলা প্রশাসন। যা আগামীকাল শেষ হবার কথা।
কিন্তু গতকাল ১৯শে এপ্রিল রাজবাড়ীর বালিয়াকান্দিতে একজনের নমুনা করোনা পজেটিভ হয়েছে। এপর্যন্ত রাজবাড়ীতে করোনা শনাক্ত হয়েছে মোট ৮ জন।
হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৩৭৯ জন। এর মধ্যে ঢাকা নারায়ণগঞ্জ থেকে আগত রয়েছে বেশ কিছু মানুষ।
সামাজিক দূরুত্ব বজায় রাখার লক্ষ্যে রাজবাড়ী জেলাকে আরো দশ দিন লকডাউন ঘোষনা করেছে জেলা প্রশাসন।
রাজবাড়ী সিভিল সার্জন ডাঃ নুরুল ইসলাম জানান,রাজবাড়ীতে করোনা প্রকোপ দেখা দেওয়ায় জেলাকে আরো দশ দিন লকডাউন করার জন্য জেলা প্রশাসককে আমি চিঠি দিয়েছি।
বিষয়টি নিশ্চিত করে ২০শে এপ্রিল বিকাল চারটায় জেলা প্রশাসক দিলসাদ বেগম জানান, রাজবাড়ীতে যেহেতু করোনা পরিস্থিতি আরো বেড়েছে সেজন্য রাজবাড়ী জেলাকে আরো ১০ দিন লকডাউন ঘোষনা করা হয়েছে। এম্বুলেন্স, ঔষধ , কৃষি পন্য ও জরুরী সেবা বাদে সকল যানবাহন বন্ধ ঘোষনা করা হয়েছে। এ আইন
অমান্যকারির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহন করা হবে ।