রাজশাহী জেলা প্রশাসনের সহায়তায় আজ সোমবার দুপুরে এসএমই ফাউন্ডেশন এর উদ্যগে কালেক্টর মাঠে এক পন্য মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্ভধন ঘোষনা করেন।
রাজশাহীর জেলা প্রশাসক মোঃ হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ হুমায়ুন কবির, বিপিএম,পিপিএম ও রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. মোঃ আব্দুল মান্নান।
উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি হতে ২ মার্চ ২০২০ পর্যন্ত এ মেলা চলবে। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৭০টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা খোলা থাকবে।