“প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার” শ্লোগানকে সামনে রেখে নানা কর্মসূচীর মাধ্যমে রাজশাহী তে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে র্যালী, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। আজ রোববার বেলা ১১টার দিকে নগরের সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধনের আয়োজন করা হয়। রাজশাহী জেলা মহিলা পরিষষদ এ মানববন্ধনের আয়োজন করে। এতে রাজশাহীর নারী নেত্রীরা অংশ নেন।
এর আগে আলুপট্টি বঙ্গবন্ধুচত্বর থেকে র্যালি বের করা হয়। এছাড়াও সকালে আলুপট্টি মুক্তিযুদ্ধ পাঠাগার মিলনায়তন কক্ষে প্রভাতি সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।