করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত ঝিনাইদহ কালীগঞ্জের অসহায়, রিকসা চালক ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সাংসদ কন্যা ডরিন।
বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে কালীগঞ্জ শহরে ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার এমপির কনিষ্ঠ কন্যা ও কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক মুমতারিন ফেরদৌস ডরিন নিজেই রাস্তায় রাস্তায় ঘুুরে এই ইফতার সামগ্রী বিতরণ করেন।
এ সময় সাংসদ কন্যা ডরিন বলেন, যেসব শ্রমজীবী মানুষ দোকানদার, রিকসাওয়ালা, ছিন্নমূল বিগত সময়ে কালীগঞ্জবাসীকে সেবা দিয়ে আর্থিক উপার্জন করে চলতো, তারা আজ অসহায়। তাদের আয় নেই, ঘরে খাবার নেই। পবিত্র রমজান মাসেও তাদের একটু ভালোভাবে ইফতার করার সাধ্যটুকুও নেই। সেসব মানুষের জন্য আমি ইফতারের প্যাকেট নিয়ে তাদের হাতে পৌঁছে দিচ্ছি। আমি আমার সাধ্যমত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যাচ্ছি। সবাই যেন যার যার সাধ্যমত অসহায় মানুষদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।