লামা-আলীকদম সেনা জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মোয়াজ্জেম হোসেন এর নেতৃত্বে সোমবার ৬ এপ্রিল লামা বাজারে জীবাণুনাশক স্প্রে, ত্রাণ ও মাস্ক বিতরণ করা হয়েছে। আলীকদম সেনা জোনের একটি সেনা টিম এই কার্যক্রম করেন।
এদিকে সকাল ১০টায় সেনা টিম লামা স্বাস্থকমপ্লেক্স পরিদর্শন করেন, এসময় উপস্থিত ছিলেন, আলীকদম সেনা জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মোয়াজ্জেম হোসেন ও লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদুল হক।
পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদুল হক বলেন, আমরা স্বাস্থ্য সেবা প্রদানে সোচ্চার রয়েছি। আমাদের জরুরী বিভাগ ও আইসোলেশন সেন্টার খোলা রয়েছে।
এদিকে লামা বাজার ও চেয়ারম্যান পাড়া এলাকায় মাস্ক, ত্রাণ সামগ্রী বিতরণ ও জীবাণুনাশক স্প্রে করনসহ মাইকিং করা হয়। সামাজিক দূরত্ব বজায় রাখা সহ সবাইকে হোম কোয়ারান্টাইনে থাকতে অনুরোধ করেন। বিশেষ করে সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে স্বাস্থ্য বিধি মনে চলার পরামর্শদেন।
লামা-আলীকদম সেনা জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মোয়াজ্জেম হোসেন জানান, বাংলাদেশ সেনাবাহিনী সকল সময় জনগনের সেবায় পাশে আছি ও থাকবো।