পটুয়াখালীর গলাচিপা তে বনের ঝোপে শপিং ব্যাগে জীবিত এক নবজাতক শিশুকন্যাকে পাওয়া গেছে।
শুক্রবার দিবাগত রাতে গলাচিপা উপজেলার ১নং ওয়ার্ড কাঠপট্টি রোড উপজেলা ভাইস চেয়ারম্যানের বাড়ির পাশে একটি বনের ঝোপের মধ্যে ওই নবজাতক শিশুকে পাওয়া যায়। শিশুটি উদ্ধার করে ভাইস চেয়ারম্যান নিতু উপজেলা স্বাস্হ কমপ্লেক্সে নিয়ে যায়।
জানা যায়, শুক্রবার রাত ৩.৩০মিঃ টায় ভাইস চেয়ারম্যান নিতু শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে বনের ঝোপে একটি শিশুর কান্না শুনতে পান। এ সময় তিনি লাইট জ্বালিয়ে দেখতে পান নিল রঙের একটি শপিং ব্যাগের ভেতরে ওই শিশুটি কান্না করছে। পরে তিনি আশপাশের লোকজনকে খবর দেন।
শিশুটিকে উদ্ধার করে মোবাইল ফোনে থানার ওসির সঙ্গে যোগাযোগ করেন। ওসি পরামর্শে শিশুটিকে হাসপাতালে নেয়া হয়। চিকিস্যার সময় দেখা যায় শিশুটির নাড়িতে নীল রঙের একটি ক্লাম (ক্লিপ) পরানো ছিল।
কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটির বয়স অনুমান ২৪ থেকে ৪৮ ঘণ্টা হবে। তবে শিশুটি সুস্থ রয়েছে। এই মুহূর্তে তার জন্য মায়ের বুকের দুধ খাওয়ার প্রয়োজন রয়েছে। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শিশুটি সুস্থ রয়েছে। তাকে ভাইস চেয়ারম্যান নিতু এর জিম্মায় দেয়া হয়েছে।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ওই নবজাতককে কে বা কারা রাস্তার পাশে ফেলে রেখে গেছে তা অনুসন্ধানে তারা কাজ করছেন।
Great content! Super high-quality! Keep it up! 🙂