যশোর শার্শায় নাভারন এলাকায় করোনায় ভাইরাসের কারনে কর্মহীন ও অসচ্ছল কয়েকটি পরিবারকে রমজানের ইফতারের জন্য কিছু খাদ্যদ্রব্য বিতরন করেছে ১৬ ব্যাচের শিক্ষার্থীরা।
শার্শা ঐতিহ্যেবাহী বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৬ সালে এসএসসি ব্যাচের ২৬ জন শিক্ষার্থী নিজ উদ্দ্যোগে ৫০টি অসহায় পরিবারকে সাহায্য করে।
২৩ ই এপ্রিল সকাল ১১ টায় ১৬ ব্যাচের শিক্ষার্থীরা শার্শা নাভারন এলাকার নিম্নবিত্ত ও অসচ্ছল পরিবারের নিকট ইফতারে সামগ্রী পৌছে দেয়।
এই কার্যক্রমের সার্বিক তত্বাবধায়নে ছিলেন মাহাদী হাসান, আবির হাসান, আরিফে বিল্লাহ, ফজল ইব্রাহিম তীব্র, জুবায়ের সহ প্রমুখ।
দেশের দূর্যোগকালীন মুহুর্তে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। শিক্ষার্থীদের অনুরোধ এই দূর্যোগ কালীন মূহুর্তে বিত্তশালীরা যেন নিম্ন আয়ের মানুষের পাশে দাড়ায়। এবং হিংসা বিদ্বেষ ভূলে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের জন্য কাজ করার অনুরোধ করেন।