ঐতিহ্যবাহী চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের পক্ষ থেকে নভেল করোনা ভাইরাসের কারণে সৃষ্ট দূর্যোগে হত দরিদ্র ১৫ জন শিক্ষার্থীকে একুশ হাজার টাকা আর্থিক প্রণোদনা দেয়া হয়। এ জন্য বাংলা বিভাগের বিভাগীয় প্রধানসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন অধ্যক্ষ।
করোনার কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় চাঁদপুর সরকারি কলেজ ও বন্ধ রয়েছে। যদিও শিক্ষকরা অনলাইনে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করছেন। এরই মধ্যে গতকাল চাঁদপুর সরকারি কলেজের ১৫ জন হতদরিদ্র শিক্ষার্থীকে চিন্হিত করে শিক্ষকদের উদ্যোগে উত্তোলন কৃত ২১ হাজার টাকা বণ্টন করা হয়।
এ বিষয়ে চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ বলেন, “শিক্ষার্থীদেরকে বলব, কলেজ পরিবার সব সময় তোমাদের পাশে ছিল, আছে এবং থাকবে। কলেজের কোন শিক্ষার্থী বা তাদের পরিবার অার্থিক কষ্টে থাকলে নিজ বিভাগের শিক্ষকবৃন্দ অথবা কলেজ প্রশাসনের সাথে যোগাযোগ করার জন্য বলা হল।”