দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন কে ঘিরে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। আসন্ন সম্মেলনের স্থান কে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের কিছু বিদ্রোহী নেতা ও স্থানীয় সাংসদের যোগসাজশে চলছে সম্মেলন বানচালের পায়তারা।
দূলর্ভপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তা মিয়া ও শিবগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান ( মজনু মাষ্টার) জানান , বর্তমান এমপি নিজেই উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রার্থী হওয়ায় নিজের ইচ্চা মতো সম্মেলনের স্থান নির্ধারন করেছেন, শিবগঞ্জ উপজেলার শুরুতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সংলগ্ন নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানীহাটি নামক গ্রামে। এই গ্রাম সবসময় সন্ত্রাসের ঘাটি এবং জামাত বিএনপির আখড়া হিসেবে পরিচিত।
স্থানীয় এমপি দলীয় নেতাকর্মীদের প্রতি আস্থা রাখতে না পেরে বিএনপি ও জামাত অধ্যুষিত রানীহাটি কে বেছে নিয়েছে সম্মেলেন বানচালের উদ্দেশ্যে।
এ বিষয়ে এমপি ডা: শিমুলের সাথে যোগযোগ করলে তিনি বলেন:শিবগঞ্জ ষ্টেডিয়াম সহ শিবগঞ্জ উপজেলার বিভিন্ন যায়গায় পরিক্ষার কারনে সম্মেলন আয়োজন করা সম্ভব হচ্ছেনা।