সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের নাচণী চন্ডিপুর গ্রামে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে বকুল মিয়া (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
সংঘর্ষে জড়িত থাকার সন্দেহে পুলিশ চারজনকে আটক করেছে। তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম পরিচয় জানা যায়নি।
শুক্রবার (১ মে) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার নাচনী চন্ডিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত বকুল মিয়া নাচনী চন্ডিপুর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার নাচনী চন্ডিপুর গ্রামে রিয়াজ মেম্বার ও আব্দুল জলিলে পক্ষের শিশুদের মধ্যে ঝগড়া হয়। ওই ঝগড়াকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বকুল মিয়া নিহত হয়।
দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন শিকদার জানান, সংঘর্ষে জড়িত থাকার সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।