অবশেষে শেরপুর জেলার ৫ উপজেলাসহ সম্পূর্ণ জেলা লকডাউন ঘোষণা।
বুধবার ১৫ এপ্রিল রাত ১০.০০ঘটিকা হতে সম্পূর্ণ জেলাকে লকডাইন ঘোষণা করা হয়েছে।কভিড-১৯ এর সংক্রমণের ঝুঁকি মোকাবেলায় এবং প্রতিরোধকল্পে”করোনা ভাইরাস নিয়ন্ত্রণ প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি,শেরপুর এর সিদ্ধান্তের ভিত্তিতে শেরপুর জেলাকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে।শেরপুর জেলাকে লকডাউন ষোষণা করে জেলা ম্যাজিস্ট্রেট আনার কলি মাহবুব স্বাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
লকডাউ কালীন সময়ে জেলার, জাতীয় আঞ্চলিক/মহাসড়ক ও নৌপথে এ জেলা হতে অন্য কোন জেলাতে প্রবেশ কিংবা এ জেলা হতে অন্য জেলাতেও যাওয়া যাবে না।জেলা অভ্যন্তরে আন্তঃ উপজেলা যাতায়াতের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
এছাড়াও সকল ধরণের গণপরিবহন বন্ধ থাকবে। জরুরি পরিসেবি, চিকিৎসাসেবা, কৃষিপণ্য, নিত্যপ্রয়োজনিয় খাদ্য সামগ্রী পরিবহন লকডাউনের আওতার বাইরে থাকবে।