আমাদেরে শেরপুর ফেইসবুক গ্রুপের উদ্যোগে দুরস্থ অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।আমাদের শেরপুর(Amder Sherpur)
একটি ফেইসবুক গ্রুপ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরী হওয়া মানুষে মানুষে ভার্চুয়াল সম্পর্কের জের ধরেই গ্রুপটি নির্দিষ্ট লক্ষ্যে এগোতে থাকে, ঠিক সেই সময়ে বিশ্বব্যাপী হানা দেয় করোনা ভাইরাস,বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশেও বাড়তে থাকে করোনার প্রকোপ।তার প্রভাব পড়ে আমাদের গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুর জেলায় আক্রান্তের হারও অন্যান্য জেলার তুলনায় বেশি, লকডাউন করে দেয়া পুরো সদর। গৃহবন্দী হয়ে পড়ে দিনমজুর মানুষ।
আমাদের শেরপুর(Amder Sherpur) এর এডমিন প্যানেল তখন সিদ্ধান্ত নেই তারাও কিছুটা হলেও এই অসহায় দুস্থ মানুষের পাশে দাড়াবে। সেই লক্ষ্যে ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে ফান্ড তৈরী কার্যক্রম শুরু করে। যার বদৌলতে শেরপুরে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে একদম নিম্ন আয়ের হত দরিদ্র অসহায় দুস্থ মানুষের মাঝে বিতরন করা হয় আমাদের শেরপুর(Amder Sherpur)গ্রুপের প্রথম উপহার সামগ্রী। উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল,তেল,পিয়াজ ও সাবান।
তারা এই মহামারি দূর্যোগে অসহায়ের সামিল হতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছে।
তারা বলেন,আপনারাও আপনাদের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাড়ান।