পবিত্র রমজান ও মহামারী করোনা উপলক্ষে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের অসহায়, হতদরিদ্র ও কর্মক্ষমতাহীন ব্যক্তির মাঝে যৌথআর্থিক সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণ করলেন জয়নগর প্রত্যাশা সমবায় সমিতি লিমিটেড ও অত্র এলাকার যুব সমাজ।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল ৩টায় কাশিমাড়ীর জয়নগরে উক্ত সমিতির স্থায়ী কার্যালয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের আহবায়ক ইয়াহিয়ার রহমান খোকন সানা, বিশিষ্ট সমাজসেবক হাজ্বী আলী আফসার, উক্ত জয়নগর প্রত্যাশা সমবায় সমিতি লিমিটেডের নির্বাহী পরিচালক আব্দুস সালাম, সমাজসেবক আব্দুর রশিদ ঢালী, জামিরুল আলম বাবলু, মোজাফফর রহমান মোল্যা, আজবাহার আলী ও ফারুক হোসেন প্রমুখ।
এসময় অত্র এলাকার প্রায় দুইশতাধিক ব্যক্তির হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।