বিশ্ব মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে “আপনার পুলিশ আপনার দরজায়” এই পাদ্যকে সামনে রেখে কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে সদর দক্ষিণ মডেল থানার উদ্যোগে ভ্রাম্যমাণ দোকান উদ্বোধন করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান উদ্বোধন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম।
এই সময় উপস্থিত ছিলেন সদর দক্ষিণ সার্কেল প্রসান্ত পাল, সদর দক্ষিণ মডেল থানার ওসি মোঃ নজরুল ইসলাম পিপিএম,
জেলা পুলিশের সকল কর্মকতাবৃন্দ ও উপজেলা চেয়ারম্যান। এবং এই ভ্রাম্যমান দোকান চলমান অব্যহৃত থাকবে।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম বলেন, আপনারা ঘরে থাকুন সামাজিক দূরত্ব বজায় রাখুন, নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সুলভ মূল্যে ঘরে বসে কিনতে পারবেন। সকলের সহযোগিতায় করোনা ভাইরাস প্রতিরোধে করা সম্ভব হবে।