মেহেরপুরের গাংনীতে অটোভ্যানের ধাক্কায় মৃত্যু হয়েছে এক গৃহবধুর। মৃত গৃহবধু গাংনী উপজেলার ফতাইপুর গ্রামের প্রাবাসী লাল্টু হোসেনের স্ত্রী ও দুই সন্তানের মা ফিরোজা খাতুন (৪৫)।
আজ সকাল ১১ টাই মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ফতাইপুরে নিজ বাড়ির সামনে এক অটোভ্যানের কবল থেকে তার সন্তানকে বাঁচাতে গেলে অপর একটি অটোভ্যানের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন ফিরোজা খাতুন। পরে স্থানীয়রা তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিলে বিকেল ৫ টার সময় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রতক্ষদর্শীরা জানান, আজ সকাল ১১ টার দিকে ফিরোজা বেগম চার্জার লাইট সারতে ও নিত্যপ্রয়োজনীয় কিছু সামগ্রী কিনতে গাংনী বাজারে যান। পরে অটোভ্যান যোগে ফেরার পথে ফতাইপুরে নিজ বাড়ির সামনে এসে ভ্যানে থেকে নামার সময় তার ছোট ছেলে হুসাইন মাকে দেখে মায়ের দিকে এগিয়ে আসে।
এ সময় বিপরীত থেকে আসা এক অটোভ্যানের কবলে তার সন্তান পড়তে গেলে সন্তানকে বাঁচাতে গিয়ে ঐ ভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হলে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেন স্থানীয়রা। পরে বিকেল ৫ টাই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন দুই সন্তানের জননী ফিরোজা খাতুন।