দেশে করোনা পরিস্থিতি মহামারি আকার ধারন করায় সারা দেশের ন্যায় রাজবাড়ীতেও চলছে অনির্দিষ্টকালের জন্য লক ডাউন।
এ সময় জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাড়ীর বাইরে বেড় না হওয়া এবং যারা হোম কোরেন্টিনে আছেন তাদের বাধ্য করা ও সামাজিক দূরুত্ব রক্ষায় মাঠে কাজ করছে পুলিশ, আনসার, সেনাবাহিনী ও র্যাব। জেলা প্রশাসনের আওতায় কাজ করে যাচ্ছে বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা ।
রাজবাড়ীতে ফরিদপুর সিপিসি ২ র্যা ব ৮ এর এস আই মাহিরুল ইসলাম এর নেতৃত্বে ৬ সদস্যের একটি টিম রাজবাড়ী-১ নং রেইলগেট এলাকায় রাজবাড়ীতে অনির্দিষ্ট কালের লকডাউনের ৬ষ্ঠ দিনে দেখা যায় বিনা প্রয়োজনে শফরের মেইন ফটকে যারা জটলা তৈরী করছেন তাদের বাসায় পাঠাচ্ছেন ও রিক্সা ও অটো চালকদের সড়িয়ে দিচ্ছেন।
সবাইকে সামাজিক দূরুত্ব মেনে চলার জন্য হ্যান্ড মাইকের মাধ্যমে জনসচেতনতা চালিয়ে যাচ্ছে র্যাব।