জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জন্ম শত বার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে সিংগাইর উপজেলার জামশা ইউনিয়ন পরিষদ কতৃিক বঙ্গবন্ধু প্রতিকৃর্তিতে পুষ্প অর্পণসহ করোনা ভাইরাস সম্পর্কে সচেতন সভার মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১ টার সময় জামশা ইউনিয়নে পরিষদ কর্তৃক আয়োজনে। জামশা ইউনিয়ন আওয়ামী লীগ,যুব লীগ,ছাত্র লীগ,স্বেচ্ছাসেবক লীগ এবং ইউপি সকল সদস্যসহ জামশা ইউনিয়নের সকল অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পণ সহ নানা আয়োজনের মধ্যে দিয়ে পালন করা হয় বঙ্গবন্ধুর জন্মশত তম জন্মবার্ষিকী।
এ সময় জামশা ইউনিয়ন পরিষেদ ও জামশা ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে জনাব মিজানুর রহমান মিঠু চেয়ারম্যান জামশা ইউপি ও সভাপতি জামশা ইউনিয়ন আঃলীগ, আনোয়ার হোসেন যুগ্ম সম্পাদক ইউনিয়ন আঃলীগ, বাবু গৌরচঁন্দ রায় সদস্য জেলা আঃলীগ, ছাত্রলীগের পক্ষ থেকে আরিফুর রহমান সভাপতি জামশা ইউনিয়ন ছাত্রলীগ শেখ আসমান সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে ইলিয়াস হোসেন সভাপতি জামশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ, মোঃ খুশবু সাধারণ সম্পাদক, মোঃ বিল্লাল হোসেন সিনিয়র সহ সভাপতি জামশা,মোঃ মহিদুর রহমান সহ সভাপতি উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।
এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে তার প্রতি সম্মান জানিয়ে সালাম প্রদর্শনী করা হয়।এ সময় উপস্থিত ছিলেন জামশা ইউনিয়ন আওয়ামীলীগ,ওয়ার্ড আওয়ামীলীগসহ ছাত্রলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ শ্রমীক লীগসহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং জামশা ইউনিয়ন পরিষদের সকল সদস্য বৃন্দ।