মানিকগঞ্জ সিংগাইরে প্রাইভেট পড়ানোর অভিযোগে জার্মিতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলমগীর হোসেন ও মক্তবে পড়ানোর দয়ে মধুরচর জামে মসজিদের ইমাম মোঃআশেক এলাহি ও মুয়াজ্জিন মোঃ আঃ লতিফকে ৭ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
অপর দিকে কোচিং ও মক্তবে শিক্ষার্থীদের পড়তে পাঠানোর দায়ে উপজেলার জার্মিতা ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মৃত আফছার উদ্দিনের ছেলে নান্নু মিয়াকে ১০ হাজার প একই এলাকার একই অপরাধে জবেদ আলীর ছেলে তোতা মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার (২১ মার্চ) সকালে সিংগাইর উপজেলার জার্মিতা ইউনিয়নে অভিযান চালিয়ে এই রায় প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লাইলা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,সরকারী বিধিনিষেধ অমান্য করে প্রাইভেট পড়ানোর দায়ে শিক্ষক ও ইমাম সহ মুয়াজ্জিনকে ৭ দিনের কারদন্ড এবং শিক্ষার্থীদের পাঠানোর দায়ে অভিভাবকদের জরিমানা করা হয়।