যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে সুনামগঞ্জের তাহিরপুরে কর্মহীন পরিবারের মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার জৈতাপুর জামবাগ, গড়কাটি,ঘাগটিয়া, মোল্লাপাড়া, কামড়াবন্দ, বাদাঘাট, ননাই পৈলনপুরসহ আট গ্রামের খেঁটে খাওয়া কর্মহীন পরিবারের দেড় শতাধিক মানুষের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলার উওর বাদাঘাট ইউনিয়নের জৈতাপুর-জামবাগ গ্রামের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম,সোহেল আহমদ সবুজ,লিবিয়া প্রবাসী জিয়াউল হক রোমানের অর্থায়নে কর্মহীন পরিবারের মানুষের মধ্যে চাল,ডাল,আলু,পেয়াজ, লবনসহ এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে স্বজন উপদেষ্টা উপজেলা আওয়ামী লীগ কৃষি বিষয়ক সম্পাদক হাজি মোশারফ হোসেন তালুকদার,দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ, থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মো.মাহমুদুল হাসান, এএসআই মো.বেলাল হোসেন, প্রবীণ সমাজসেবক মোস্তফা মিয়া (মস্তু মিয়া), উপজেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী আলীম উদ্দিন, আনিসুল হক তোফায়েল, নূরজামাল, স্বজন শিহাব সরোয়ার শিপু, আরিফুল ইসলাম আরিফ, পায়েল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।