নেছারাবাদ স্বরূপকাঠীর ভাইজোড়া বাজার সংলগ্ন একটি নারকেলের পাপোসের কারখানায় আগুন লাগে।
শুক্রবার দুপুরে বৈদ্যুতিক শট সার্কিটে এই আগুনের সূত্রপাত হয়। পরে স্থানীদের সহায়তায় দীর্ঘ তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনা হয়। তবে এই আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি।
সরজমিনে ঘুরে দেখাগেছে কারখানা সহ অন্যান্য বেশ কয়েকটি দোকান পুড়ে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। কারখানার মালিক বলেন, পৈত্রিকভাবে, দীর্ঘ ধরে আমরা এখানে কারখানা স্থাপন করেছি।
বৈদ্যুতিক শট সার্কিটের কারনে আগুনের সূত্রপাত ঘটেছে, তবে দিনের বেলায় আগুন লাগার কারনে আগুনের তীব্রতা বেশি মাত্রায় হলেও সহজেই আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে। স্থানীদের সহায়তার কারনে ক্ষয়ক্ষতির পরিমান থেকে অনেকটা রক্ষা পাওয়া গেছে।
রাতের বেলায় আগুনের সূত্রপাত ঘটলে হয়তো কারখানায় কিছুই থাকত না বলে তিনি উল্লেখ করেন । তবে প্রাথমিক ভাবে ক্ষতির পরিমাণ আনুমানিক ৩ থেকে ৪ লক্ষ টাকার মত হবে বলে ধারনা করা হয়েছে।