করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে দেশের সব মসজিদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র অনুদান প্রদানের অংশ হিসেবে স্বরূপকাঠী উপজেলার ১০ টি ইউনিয়নে ৪০৬ টি মসজিদে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে।
শনিবার সকালে নেছারাবাদ উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রীর দেয়া এ অনুদান বিভিন্ন মসজিদের ইমামদের মাঝে বিতরণ করা হয়।
জানা যায়, পিরোজপুরের ৭টি উপজেলায় আজ ৩ হাজার ৩১৫টি মসজিদে মোট ১ কোটি ৬৫ লাখ ৭৫ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে।