রাজধানী মিরপুরে ফুটপাতে বসেছে হকাররা, নেই সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য সুরক্ষা, আগের মত ভিড় না থাকলেও বেলা যত গড়াচ্ছে বাড়ছে মানুষ এর সংখ্যা, চাপ বেড়েছে রাস্ত ঘাটে। যাত্রীবাহী বাস ছাড়া চলছে সব ধরনের যানবাহন।
বিশ্লেষকরা বলছেন, স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দোকান ও শপিংমল ১০ মে থেকে খোলার কথা ঘোষণা করে সরকার।
এরপর থেকেই জনসমাগম সহ বিভিন্ন মার্কেটগুলোতে ভিড় দেখা গেছে। এরমধ্যে সড়কগুলোতে হকার বসতে শুরু করেছে। যেকারণে ভাইরাস সংক্রমণের ভয় ক্রমশ বাড়ছে।