সুন্দরবনের বন্যপ্রানী অভয়শ্রম কটকায় হরিণ শিকারের প্রস্তুতিকালে সাড়ে ৪ হাজার ফুট নাইলনের দড়ির ফাঁদসহ আলম শেখ (৪৮) নামে একজনকে আটক করেছে বনবিভাগ।
সোমবার দুপুরে শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের বাদামতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আলম শেখ বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের হাবিব শেখের ছেলে।
পরে বনকর্মীদের জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি মতে পার্শ্ববর্তী খাল থেকে ডিঙি নৌকায় রাখা বড়শি, মাংস সংরক্ষনের জন্য রাখা বরফ ও একটি দা জব্দ করা হয়।
শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ জয়নাল আবেদীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালামের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই শিকারীকে আটক করা হয়।
এসময় বনের মধ্য থেকে সাড়ে চার হাজার ফুট নাইলনের ফাঁদ এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। তার বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।