চাঁদপুর জেলার হাজীগঞ্জে রাতের আঁধারে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ নিয়ে ছুটে যাচ্ছেন থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন (রনি)। করোনায় দেশব্যাপী লকডাউনে কর্মহীন হয়ে পরা অসহায় মানুষের বাড়ী বাড়ী গিয়ে শুক্রবার (১৭ এপ্রিল) রাতের আঁধারে ত্রাণ পৌঁছে দিচ্ছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন(রনি)।
হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে হোমকোয়ারেন্টাইন মেনে চলা অসহায়, কর্মহীন মানুষের মাঝে চাঁদপুর জেলা পুলিশ সুপারের নির্দেশে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী রাতের আঁধারে বাড়ী বাড়ী পৌঁছে দিচ্ছেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ ও থানা পুলিশের সদস্যরা।
ত্রাণ বিতরণ কার্যক্রমে ‘সামাজিক দূরত্ব’ বজায় রাখতে ও জনসমাগম এড়াতে হচ্ছে প্রশাসনকে। তাই রাতে আঁধারে খেটে-খাওয়া মানুষের ঘরে ঘরে ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছেন ওসি।
রাতে ত্রাণ বিতরণ কার্যক্রম প্রসঙ্গে ওসি আলমগীর হোসেন(রনি) অপরাধ ডটকম কে বলেন, আমরা দিনের বেলাতেও ত্রাণ বিতরণ করেছি। কিন্তু দিনের বেলায় লক্ষ্য করা যায় ত্রাণ বিতরণ কার্যক্রমের কথা শুনে এলাকায় মানুষের উপস্থিতিতে ‘সামাজিক দূরত্ব’ বজায় থাকে না। এ অবস্থায় রাতের বেলায় ত্রাণ সহায়তা দিতে জনসমাগম হয় না। এতে সামাজিক দূরত্বের বিষয়টি নিশ্চিত করা যায়।