ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের অসহায় হতদরিদ্র শ্রমজীবি মানুষের বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন হাসাননগর প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন।
সিঙ্গাপুর প্রবাসী আলাউদ্দিন বলেন, বিশ্বের বিভিন্ন দেশে থাকা হাসানগর ইউনিয়নের বাসিন্দারা এ দূর্যোগের সময় গরীব মানুষের পাশে দাড়িয়েছে।
আমাদের সহযোগিতার এ ধারা অব্যাহত থাকবে। ভবিষ্যতেও যে কোন দূর্যোগে আমরা প্রবাসীরা মানুষের পাশে সব সময় থাকবো।
আজ সকালে বেড়ি বাধঁ ও বিভিন্ন এলাকায় গরীব ১০০ পরিবারের মাঝে চাল,ডাল,আলু, তৈল, পিয়াজসহ অন্যান সামগ্রী বিতরণ করা হয়।
হাসাননগর ইউনিয়নের চেয়ারম্যান মানিক হাওলাদার প্রবাসীদের এমন উদ্যাগে তারা সত্যিই প্রশাংসা করি আমি তাদেরকে ধন্যবাদ জানাই।