ভোলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২০ মন জাটকা ইলিশ জব্দ করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি অফিসার মো. বশির গাজী।
গোপন সংবাদের ভিত্তিতে আজ (২২.০৪.২০২০) ইং বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর মির্জাকালু মাছ ঘাট এলাকায় এ অভিযানে জাটকা জব্দ করেন। জব্দকৃত মাছগুলো উপজেলা এনে সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায়, দুস্তদের মাঝে বিতরণ করা হয়।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) মো. বশির গাজী বলেন, সরকারি নিষেধ উপেক্ষা করে জাটকা ইলিশ ধরার তথ্য পেয়ে মির্জাকালু মাছ ঘাট এলাকায় অভিযান পরিচালনা করি।
এসময় প্রায় ২০ মন জাটকা ইলিশ জব্দ করি। আমাদের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যায়। জব্দকৃত জাটকা ইলিশ গুলো উপজেলায় এনে খেটে খাওয়া অসহায় ও দুস্তদের মাঝে বিতরণ করা হয়।