মানুষ মানুষের জন্যে এই প্রতিপাদ্যে করোনা ভাইরাসে খাদ্যহীন হয়ে পরা অসহায় প্রায় ৭০টি পরিবারের খাবারের চাহিদা পূরণ করলো এক দল তরুণ । বাংলা বছরের প্রথম দিন ছিন্নমূলের এমন চিহ্নিত পরিবারগুলোকে খাবার পৌঁছে দেয় তারা ।
ময়মনসিংহ মহানগরীর ৩৩নং ওয়ার্ডে অবস্থিত প্রতিতযশা বিদ্যাপীঠ শম্ভুগঞ্জ ইউসি উচ্চবিদ্যায়ের ২০১৪সালের এস,এস,সি ব্যাচের সাবেক কৃতি শিক্ষার্থীদের উদ্যোগে এমন কর্মপরিকল্পনা নেয়া হয় । আজ বাংলা নববর্ষকে কেন্দ্র করে নতুন বছরকে বরণ করে নেয়ার ভিন্নধর্মী পরিকল্পনা থেকেই এমন মানবিক কাজে এগিয়ে আসা হয় বলে জানান শিক্ষার্থীদের পক্ষ থেকে মোঃ আরিফ আহাম্মেদ ফকির ।
প্রতি বছর বাংলা নববর্ষ বরণকে কেন্দ্র করে যারা ঢাক ঢোল পিটিয়ে নাচ গান করতো তাদের মাঝে এমন মানবিক কর্মসূচী প্রশংসায় ভাসাচ্ছে এলাকাবাসী । দেশের চলমান পরিস্থিতিতে অসহায় মানুষদের জন্যে তরুণ যুবকদের এমন কার্যক্রম পথ দেখাচ্ছে আগামীর ভ্রাতৃত্বপূর্ণ বাংলাদেশ গঠনে ।